সকালটা এত সুন্দর হয়, জানতেই পারতাম না, যদিনা রাত জাগতাম। ভোরের আলোতে এত স্নিগ্ধতা, রাত না জাগলে হয়ত কখনো উপলব্ধিই করা হত না। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য, হ্রদয় ছুয়ে যায়। এত্ত কিছুর মাঝে একাকিত্তের অনুভুতিটা রয়ে যায়। হয়ত থেকে যাবে চিরকাল। তারপরও,,,,,,,,,,, নিজেকে আজও চিনতে না পারার কষ্টটা আর নেই। প্রকৃতির মাঝেই তো আমি হারিয়ে যাব।